Current Online | 0 | |
Today Total | 91 | |
Yesterday Total | 204 |
কক্সবাজার সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান-কে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে ১৭/১০/২০২৩ খ্রি. শিক্ষক পরিষদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা বিভাগের প্রভাষক মামুন উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী গ্রন্থাগারিক তৌহিদুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. অলক চক্রবর্ত্তী, ত্রিপিটক থেকে পাঠ করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাধু বড়ুয়া চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অরুন বিকাশ বড়ুয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন চক্রবর্তী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার। উল্লেখ্য, প্রফেসর মোঃ সোলাইমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পদায়ন আদেশের পরিপ্রেক্ষিতে গত ১ আগস্ট ২০২৩ অপরাহ্ণে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ পদের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৪’শ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৩ সালে অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং দীর্ঘ ২৬ বছর অধ্যাপনা করেছেন।