Welcome to Cox's Bazar Government College
কক্সবাজার সরকারি কলেজে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম

VISITOR STATISTICS
Current Online 9
Today Total 294
Yesterday Total 225
Week Total 1259
Monthly Total 2980
Grand Total 460344
?>

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ৭ টায় কলেজ জামে মসজিদে খতমে কোরআন সম্পন্ন হয়। এরপর সকাল ৯ টায় শিক্ষক-কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, ৯ টা ১৫ মিনিটে বিভিন্ন বিভাগ ও ইউনিটের পক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৯টায় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এরপর সকাল ১০ টায় জাতীয় শোক দিবস- ২০২৩ পালন কমিটির আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাং রেজা খান হেলালীর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের ২০৪ নং কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে শুরু হওয়া উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, শিক্ষক পরিষদ সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস পালন কমিটির সদস্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল মনসুর। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মফিদুল আলম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাধু বড়–য়া চৌধুরী, বাংলা বিভাগের প্রভাষক মামুন উদ্দিন জুয়েল। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাজিবুল ইসলাম মোঃ মোস্তাক, নুরুল আবরার সাকিব, সৈয়দ সাফাওয়ান সজিব ও আসিফুল করিম আসিফ। আলোচনা সভায় কবিতা আবৃত্তি করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষক ও কর্মচারীসহ বিপুল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর “কি হয়েছিল সেই কলঙ্কিত রাতে” শীর্ষক একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। ১৯৭৫ এর ১৫ আগস্ট এ শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জোহর কলেজ জামে মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে মুসল্লিদের মাঝে তবরুক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শোক দিবস- ২০২৩ পালন কমিটির সদস্য ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মধুছন্দা দেওয়ানজী।