Welcome to Cox's Bazar Government College
কক্সবাজার সরকারি কলেজে ৩২তম অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মোঃ সোলাইমান

VISITOR STATISTICS
Current Online 14
Today Total 280
Yesterday Total 225
Week Total 1248
Monthly Total 2970
Grand Total 460301
?>

কক্সবাজার সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন প্রফেসর মোঃ সোলাইমান। গত ৩১/০৭/২০২৩ খ্রি. শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে তাঁকে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। এরই প্রেক্ষিতে গত ০১ আগস্ট অপরাহ্ণে তিনি কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। এর পরপরই বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ উপলক্ষ্যে উক্ত দিন শিক্ষক পরিষদ সভাকক্ষে কলেজে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের সাথে সৌজন্যমূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান কক্সবাজার সরকারি কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং কলেজের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন। অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান ইতঃপূর্বে কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের এ কর্মকর্তা কক্সবাজারেরই কৃতি সন্তান। তিনি ২২/১১/১৯৯৩ খ্রি. কক্সবাজার সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি চাঁদপুর সরকারি কলেজেও কিছুদিন অধ্যাপনা করেছেন।