Current Online | 4 | |
Today Total | 276 | |
Yesterday Total | 225 | |
Week Total | 1246 | |
Monthly Total | 2969 | |
Grand Total | 460288 |
কক্সবাজার সরকারি কলেজে ১৭ মার্চ ২০২৩ খ্রি. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯:০০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ৯:১৫ টায় জাতির পিতার জন্মদিনের কেক কাটা হয় এবং সকাল ৯:৩০টায় এ উপলক্ষ্যে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠ করা হয়। ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উদযাপন কমিটির আহবায়ক মফিদুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিদ্যার সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপক মোজাফ্্ফর আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে সোনার বাংলা গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছে, তা বিশেষভাবে উল্লেখ করেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন যে, তাদেরকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পড়াশোনার মাধ্যমে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কাসেম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তামান্না নাজনীন। সভায় কবি নির্মলেন্দু গুণের ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’ শীর্ষক কবিতা আবৃত্তি করেন- ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব শিউলি সরকার। আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস এবং ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাদ জুমা কলেজ জামে মসজিদে জাতির জনকের জন্য দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয়।