Welcome to Cox's Bazar Government College
কক্সবাজার সরকারি কলেজে মহান বিজয় দিবস- ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত

VISITOR STATISTICS
Current Online 4
Today Total 294
Yesterday Total 225
Week Total 1259
Monthly Total 2980
Grand Total 460345
?>

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার সরকারি কলেজে উদ্‌যাপিত হয়েছে মহান বিজয় দিবস- ২০২২। ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯ টায় বিএনসিসি সেনা ও নৌ শাখা, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটের কুচকাওয়াজের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এর পরপরই অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও কলেজের শিক্ষকবৃন্দসহ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিশাল বিজয় র‌্যালি করা হয়। সকাল ৯:৩০টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি সম্মান জানানো হয়। সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে শুরু হয় বিজয় দিবসের আলোচনা সভা। আলোচনার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। মহান বিজয় দিবস- ২০২২ উদ্যাপন কমিটির আহ্বায়ক ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন, ক্ষুধা, বঞ্চনা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে এসে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, শিক্ষক পরিষদ স¤পাদক মোহাম্মদ কাসেম। বিজয় দিবস উদ্যাপন কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অরুন বিকাশ বড়–য়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অলক চক্রবর্ত্তী, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক জয়প্রকাশ বড়–য়া। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র রাজিবুল ইসলাম মোঃ মোস্তাক, বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র সৈয়দ সাফাওয়া সজিব ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র আবরার সাকিব। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার। আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস- ২০২২ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।