Current Online | 6 | |
Today Total | 287 | |
Yesterday Total | 225 | |
Week Total | 1253 | |
Monthly Total | 2975 | |
Grand Total | 460315 |
কক্সবাজার সরকারি কলেজে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গৃহীত মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ১০/০৩/২০২২ ও ১২/০৩/২০২২ খ্রি. দুই দিনব্যাপী আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে কলেজের উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় এতে অংশগ্রহণ করে পুরো আয়োজনকে উৎফুল্ল করে তোলে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি। এছাড়াও দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, পল্লী গীতি, উপস্থিত বক্তৃতাসহ আরো বেশ কিছু ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৎমধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী অর্পিতা দাশ এবং স্নাতক/ স্নাতকোত্তর পর্যায়ে অনুষ্ঠিত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবস্থাপনা (সম্মান) ১ম বর্ষের ছাত্রী নীহারিকা ধর। উল্লেখ্য, গত ১০/০৩/২০২২ খ্রি. সকাল ১০:০০ টায় কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব রাধু বড়ুয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোহাম্মদ কাসেম। এছাড়াও বিভিন্ন ইভেন্টের বিচাকের দায়িত্ব পালনকারী শিক্ষকগণও উপস্থিত ছিলেন।